Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

এক নজরে ইউনিয়ন

ভুমিকা:- ৬নং জগদীশপুর ইউনিয়ন টি জেলা সদর হতে প্রায় ৩৫ কিলো মি: এবং উপজেরা সদর হতে প্রায় ১০ কিলো মিটার দুরে প্রসিদ্ধ তুলা ও বীজ বর্ধন খামার সংলগ্ন অবস্থিত। এর উত্তরে মর্জাদ বাওড়, দক্ষিনে ফুলসারা ইউনিয়ন, পূর্বে কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে পাতিবিলা ইউনিয়ন।

 

ইউনিয়নের নাম

৬নং জগদীশপুর ইউনিয়ন পরিষদ

আয়াতন

২০.০৫ বর্গ কিলোমিটার

ইউপি নতুন ভবন স্থাপিত

১৯/১২/২০০২ইং সন

লোক সংখ্যা

১৬০৮৭ ২০১১ সালের আদম শুমারী আনুযায়ী

গ্রামের সংখ্যা

৯টি

গ্রাম সমুহের নাম

জগদীশপুর, স্বর্পরাজপুর, মির্জাপুর, কান্দি, আড়কান্দি, আড়পাড়া, দক্ষিনসাগর, মাড়ুয়া, ঝিনাইকুন্ডু।

মৌজার সংখ্যা

৯টি

মৌজা সমুহের নাম

জগদীশপুর, স্বর্পরাজপুর, মির্জাপুর, কান্দি, আড়কান্দি, আড়পাড়া, দক্ষিনসাগর, মাড়ুয়া, ঝিনাইকুন্ডু।

হাট/বাজারের সংখ্যা

৪টি

খোয়াড়/ইজারার সংখ্যা

৯টি

নদীর সংখ্যা ও নাম

১টি নাম- বুড়ি ভৈরব

বাওড়ের সংখ্যা ও নাম

১টি নাম- মর্জাদ বাওড়

উপজেলা থেকে যোগাযোগের ব্যাবস্থা

নছিমন, করিমন, ইজিবাইক, ভ্যান, অটোরিক্সা এছাড়া আরও বিভিন্ন যানবহন দ্বারা।

শিক্ষার হার

৮০%

সরকারি প্রাথমিক বি: সংখ্যা

৯টি

উচ্চ বিদ্যালয়

৪টি

মাদ্রাসা

২টি

ইউনিয়ন পরিষদের জনবল

 

নিরবাচিত পরিষদ সদস্য

চেয়ারম্যান-১ ইউপি মেম্বর-১২ জন

নিয়োগকৃত পরিষদ সচিব

১ জন

নিয়োগকৃত পরিষদ গ্রাম পুলিশ

৯ জন

সেবামুলক প্রতিষ্ঠান

১টি

সেবা মুলক প্রতিষ্ঠানের নাম

জগদীশপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার

ছবিShare with :

Facebook Twitter