Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার

দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে যশোর জেলার অন্তগর্ত চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে অবস্থিত। তুলা উন্নয়ন বোর্ডের অধিন এই তুলা গবেষণা খামারটি প্রতিষ্টিত হয় ১৯৮০ সালে। খামারটি চৌগাছা উপজেলা সদর হইতে ১০ কি:মি: দূরে অবস্থিত এবং জগদীশপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন। খামারের আয়তন প্রায় ১৫৭ একর। এই গবেষণা খামারটি একটি সম্পূর্ন সরকারী প্রতিষ্ঠান। দপ্তর প্রধানের পদবী- কটন এগ্রোনমিষ্ট। বাংলাদেশের আবাদকৃত তুলার প্রায় তিন চতুর্থাংশই বৃহত্তর যশোর, কুষ্টিয়া, ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গা জেলার অর্ন্তগত। অত্র এলাকার আবহাওয়ার উপযোগী তুলার জাত উদ্ভাবন, তুলার কৃষিতাত্বিক, পোকামাকড় দমন, রোগবালাই নিয়ন্ত্রণ ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্য লাগসই গবেষণা কার্যক্রম পরিচালনা এবং তুলা চাষিদের চাহিদা মোতাবেক উন্নত মানের তুলা বীজ সরবারহ নিশ্চিত করা সহ তুলা চাষীদের তুলা চাষে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে তুলা গবেষণা খামারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

সিটিজেন চার্টার

১। গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক পদ্ধতিতে তুলা চাষের কৌশল প্রণয়ন।

২।চাষীদের মাঠে গবেষণা প্লট স্থপনের মাধ্যমে গবেষণা কেন্দ্রে প্রাপ্ত প্রযুক্তির ফলাফল চাষীদের মাঠে যাচাই করা।

৩।তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও তুলা চাষীদের প্রশিক্ষণ প্রদান।

৪। প্রদর্শণী প্লট স্থাপনের মাধ্যমে নতুন উদ্ভাবিত জাত বা কলাকৌশল চাষীদের প্রদর্শণ করা।

৫। গবেষণা খামারে প্রজনন ও ভিত্তি বীজ উৎপাদন।

৬। মান সম্পন্ন তুলা বীজ সরবারহ নিশ্চিত করা।

৭। চাষীদের তুলা চাষ সংক্রান্ত পরামর্শ প্রদান।

 

ছবি

নাম

পদবি

ফোন

মোবাইল

ইমেইল

 

কামরুল হাসান

বীজ উৎপাদন বিশেষজ্ঞ ও কটন এগ্রোনমিষ্ট (অ: দা:)

 

০১৭২৭৩৭৪১৩০

Khassancdb@yahoo.com

 

 

নাম

পদবি

এম এম আবেদ আলী

বৈজ্ঞানিক কর্মকর্তা

মো: আব্দুল কাইয়ুম ভুঞা

ফোরম্যান

মো: আবুছিদ্দিক

ল্যাব/মাঠ সহকারী

মো: খায়রুল আলম

ল্যাব/মাঠ সহকারী

মো: আশরাফ আলী

ষ্টোরকিপার কাম ক্যাশিার

ইকবাল হোসেন

ল্যাবএটেনডেন্ট

সেখ আব্দুর রহিম

পিয়ন

মো: আব্দুল হামিদ

দারোয়ান/চৌকিদার

রেজাউল করিম

দারোয়ান/চৌকিদার

জাকিয়া সুলতানা

দারোয়ান/চৌকিদার

শ্রী সনদ কুমার

ঝাড়ুদার

যোগাযোগ

উপ-পরিচালকের কার্যালয়,

তুলা উন্নয়ন বোর্ড,

যশোর ও তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার,

জগদীশপুর, চৌগাছা, যশোর।

মোবাইল নম্বরঃ ০১৭২৭৩৭৪১৩০

ই-মেইলঃ Khassancdb@yahoo.com